Home / চাঁদপুর / আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষে চাঁদপুরে প্রশিক্ষণ সনদ প্রদান
আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষে চাঁদপুরে প্রশিক্ষণ সনদ প্রদান
চাঁদপুর : আন্তর্জাতিক যুব দিবস প্রশিক্ষণের সনদ বিতরণ করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফর রহমান।

আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষে চাঁদপুরে প্রশিক্ষণ সনদ প্রদান

নাজমুল তালুকদার | আপডেট: ০৭:৪৪ অপরাহ্ণ, ১২ আগস্ট ২০১৫, বুধবার

বুধবার জেলা যুব উন্নয়ন কার্যালয়ে আন্তর্জাতিক যুব দিবস প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফর রহমান বলেন, “যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে তা কাজে লাগিয়ে বেকার যুবকরা স্বাবলম্বী হওয়ার ব্যাপক সুযোগ রয়েছে।”

বেকার যুবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, “প্রশিক্ষণ নিয়ে ব্যাংক লোন করে মাছ চাষ কিংবা পোল্টি ফার্ম করে বেকারত্ব দূর করা যায়। বাংলাদেশ অন্য দেশের চেয়ে এ বিষয়ে অনেক উন্নত। দিন দিন বাংলাদেশে বেকারত্বের সংখ্যা কমছে, আপনারা প্রশিক্ষণ নিয়ে তা কাজে লাগালে বাংলাদেশের বেকারত্ব দূর হয়ে যাবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়নের উপ-পরিচালক মোঃ শামছুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক চাঁদপুরের আঞ্চলিক ব্যবস্থাপক দুলাল চন্দ্র সাহা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন পরিষদের সভাপতি ডা. শেখ মহসিন।

পরিচালনা করেন যুব উন্নয়নের মো. আহসান উদ্দিন।

প্রধান অতিথি প্রশিক্ষিত যুবকদের মাঝে সনদ বিতরণ করেন।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫