আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ফরিদগঞ্জে মানববন্ধন করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।
মঙ্গলবার(১০ ডিসেম্বার) সকালে ফরিদগঞ্জ সরকারি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় গুমের শিকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মুক্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা হত্যা ও নিপীড়নের বিচার দাবী করেন ছাত্রদল নেতারা।
এসময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব মোঃ আমজাদ হোসেন শিবলু, কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন মিজি, রায়ান হোসেন প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ১০ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur