হাজীগঞ্জ

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন হয়েছে। শুক্রবার প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, প্রভাবফেরী, মসজিদ ও মন্দিরে প্রার্থনা, শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও ইত্যাদিরে মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

রাত ১২টা ০১ মিনিটে হাজীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে চাঁদপুর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সমন্বয়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম প্রমুখ।

এছাড়া হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২টা ০১ মিনিটে হাজীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার নেতৃত্বে উপজেলার সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ এ পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মনি সূত্রধর, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বুল বুল, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী, উপজেলা নির্বাচনী কর্মকর্তা মো. আবুল কাশেম, একাডেমি সুপার সূনির্মল দেউড়ি প্রমূখ।

এদিকে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। রাত ১২টা ০১ মিনিটে হাজীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এ পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত উপজেলা যুবদল নেতা হানিফ, মিজান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জিসান আহমেদ সিদ্দিকি, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল হান্নান তালুকদার, ফরহাদ মামুন, পৌর ছাত্র নেতা রোমান, ইব্রাহী মুন্সি, শাহেদ মুন্সি, রায়হান প্রমূখ।

হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন রাত ১২টা ০১ মিনিটে হাজীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে পৌরসভার কর্মকর্তাদের নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, সহকারি প্রকৌশলি মো. ইদ্রিস মিয়া, উপ-সহকারি প্রকৌশলি মাহবুব রশিদ, এ্যাসেসর আবু ইউসুফ, বাজার পরিদর্শক খাজা সফিউল বাসার রুজমন প্রমূখ।

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রাত ১২টা ০১ মিনিটে হাজীগঞ্জের পশ্চিম বাজারস্থ বালুর মাঠে অস্থিত শহীদ মিনারে এ পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন, আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহমদ খসরু, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী, পৌর যুবলীগের আহবায়ক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন প্রমুখ।

হাজীগঞ্জ করেসপন্ডেন্ট, ২১ ফেব্রুয়ারি ২০২০

Share