Home / চাঁদপুর / আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাঁদপুরে বিএনপির আলোচনা সভা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাঁদপুরে বিএনপির আলোচনা সভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাঁদপুরে বিএনপির আলোচনা সভা

মহান শহীদ দিসব ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আলোচনা সভা বুধবার ( ২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় চাঁদপুর কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, বাঙালি জাতি বীরের জাতি। ইতিহাস বলে, আন্দোলন ছাড়া এ জাতি কোন কিছু আদায় করতে পারেনি। বাংলা ভাষার জন্যে যেমন রফিক, সালাম, বরকতরা বুকের তাজা রক্ত দিয়েছে, ঠিক তেমনিভাবে এদেশের গণতন্ত্র পুনুরুদ্ধারে বিএনপির হাজারো নেতাকর্মীর রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। তাই আজ এই ভাষা দিবসে আমাদের শপথ নিতে হবে যে, দেশ মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে অপশাসন আর শোষন থেকে বাংলাদেশকে রক্ষা করতে কঠোর আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।

তিনি আরো বলেন, পুলিশের রক্তচক্ষুকে ভয় পেলে চলবে না। বুকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। এ সরকারই শেষ সরকার নয়, তাই পুলিশ ভাইদেরও বিএনপির নেতা কর্মীদের প্রতি সহনশীল আচরণ করার আহব্বান জানাচ্ছি।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তার হোসেন মাঝির পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড.সেলিম উল্যা সেলিম, মুনির চৌধুরী, ফেরদৌস আলম বাবু, এড. হারুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এড. মিজানুর রহমান, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামছল ইসলাম মন্টু, জেলা যুবদলের সভাপতি শাহাজালাল মিশন, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাধারন সম্পাদক আফজাল হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিব ভূইয়া, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল আহমেদ বাহার প্রমুখ।

প্রতিবেদক : আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ১০ : ৪৫ পিএম,২১ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার
এইউ