আন্তর্জাতিক বাজারে আবার জ্বালানি তেলের দাম বাড়ছে। মূল্য দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৫০ মার্কিন ডলারের বেশি। এ বছর এই প্রথম জ্বালানি তেলের দাম বাড়লো। সরবরাহ ব্যহত হওয়ায় এবং চাহিদা বাড়ায় এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।
বৃহস্পতিবার অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় ৫০ দশমিক ২২ মার্কিন ডলারে। গত নভেম্বর থেকে এ পর্যন্ত এটাই সর্বোচ্চ দাম। কানাডার দাবানলের কারণে তেলের সরবরাহ ব্যহত হচ্ছে। তাই ব্রেন্ট ক্রুড ওয়েল তাদের দাম বাড়িয়েছে ৮০ শতাংশ। এ বছরের শুরুতে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ২৮ ডলারে নেমে গিয়েছিলো। যা গত ১৩ বছরের মধ্যে সবচেয়ে কম দর।
কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় জ্বালানি তেল সরবরাহকারী দেশ। দাবানলের কারণে সরবরাহ কমেছে গড়ে ১০ লাখ ব্যারেল। ওপেক ও রাশিয়া সম্প্রতি তেল-বাজার নিয়ে আলোচনা করে। এ আলোচনায় তেল উত্তোলন বন্ধ না রাখার বিষয়টি প্রাধান্য পায়।
এ আলোচনা অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সহায়ক হয়।
মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাজার বিশ্লেষকরা তাদের বিশ্লেষণ তুলে ধরছেন। তারা বলছেন তেলের দাম এখন ব্যারেল প্রতি ৫০ ডলারে গিয়ে ঠেঁকেছে। এ বছরের দ্বিতীয়ার্ধে তা ৬০ ডলারে পৌঁছতে পারে। এ অবস্থা ২০১৭ সালের শেষ অবধি থাকবে বলে বিশ্লেষকদের ধারণা। (বিবিসি)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৭:০০ এএম, ২৭ মে ২০১৬, শুক্রবার
ডিএইচ