করোনা সংকটের কারণে দেশের আন্তর্জাতিক ফ্লাইট ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
তবে দেশের শ্রমবাজারের কথা বিবেচনায় রেখে আগের মতোই সাতটি দেশে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চলবে। মঙ্গলবার এই সিদ্ধান্ত নেয় বেবিচক।
বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মফিদুর রহমান বলেন, যেহেতু সাত দিন লকডাউন বৃদ্ধি করা হয়েছে, তাই ফ্লাইট চলাচলের বিধিনিষেধও পরবর্তী সাত দিনের জন্য অব্যাহত থাকবে।
এর আগে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।
ঢাকা ব্যুরো চীফ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur