Home / চাঁদপুর / আন্তর্জাতিক নার্সিং দিবসে চাঁদপুরে র‌্যালি ও আলোচনা সভা
আন্তর্জাতিক নার্সিং দিবসে চাঁদপুরে র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক নার্সিং দিবসে চাঁদপুরে র‌্যালি ও আলোচনা সভা

‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে, নার্স এক নেতৃত্বদানকারী কণ্ঠস্বর’ এ শ্লোগানকে ধারণ করে আন্তর্তিক নার্র্র্র্সিং দিবস রোববার (১৪ মে) সকালে চাঁদপুরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

ডিপ্লোমা নার্সিং এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে তা শেষ হয়।

পরে হাসপাতালের হলরুমে শুরু হয় কেক কাটা ও আলোচনা সভা।

আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমএ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম।

হাসপাতালের নার্সিং সুপারভাইজার কল্পনা দাসের সভাপতিত্বে ও সিনিয়র স্টাফ নার্স সোনিয়া আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি ( অর্থপেডিক) সহকারী রেজিস্ট্রার জেনারেল ডা. মোহাম্মদ ফরিদ আহমেদ চৌধূরী, (সার্জারি) সহকারী রেজিস্টার ডা. রফিকুল হাসান ফয়সাল, নার্সি এসোসিয়েশনের সহ-সভাপতি সাদেক আলী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সিনিয়ার স্টাফ নার্স দেলোয়ার হোসেন, গীতা পাঠ করেন সুবর্ণা রাণী তালুকদার।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
আপডেট, বাংলাদেশ সময় ২: ৫০ এএম, ১৫ মে ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply