চাঁদপুর

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে মানববন্ধন

‘নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এই শ্লোগনকে ধরে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন পালিত হয়েছে।

রোববার (৪ মার্চ) সকাল ১১টায় স্টেডিয়াম ইলিশ চত্বর মোড়ে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে মানববন্ধনে বিভিন্ন সংস্থা অংশ গ্রহন করেন।

মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন।

মানববন্ধনে মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, এলজিইজিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। ইলিশ চত্বরের এ দীর্ঘ মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি ও টিআইবি, চাঁদপুর-এর সদস্যবৃন্দও অংশগ্রহণ করেন।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মহিউদ্দীন আহমেদ-এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদ হোসেন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালীউল্লাহ অলি, সনাক সভাপতি কাজী শাহাদাত ও জাতীয় মহিলা সংস্থা, চাঁদপুরের সভাপতি মাসুদা নূর খানসহ বিভিন্ন পর্যায়ের নারীনেতৃবৃন্দ।

টিআইবি চাঁদপুরের পক্ষ থেকে মানববন্ধনে উপস্থিত ছিলেন সনাক সদস্য আলহাজ্ব মোহাম্মদ হোসেন খান, সদস্য মোঃ আবদুল মালেক, টিআইবি চাঁদপুরের এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাসুদ মিয়া, ইয়েস দলনেতা সজিব হোসেন বিজয়,সহ-দলনেতা রতœা আক্তারসহ ইয়েস সদস্য, ইয়েস ফ্রেন্ডসবৃন্দ।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ০৫: ৩০ এএম, ০৬ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ

Share