চাঁদপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি ইলিশ চত্ত্বরের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসনের কার্যালয়ের ভবনের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তারে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো:আব্দুস সবুর মন্ডল ।
উপস্থিত ছিলেন চাঁদপুর মহিলা কলেজের অধ্যক্ষ এম এ মতিন মিয়া, সহকারী পুলিশ সুপার মো.সোহেল মাহমুদ পিপিএম,মোহাম্মদ জেলা তথ্য কর্মকর্তা নুরুল হক,সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি কাজী সাহাদাত,সাংবাদিক আব্দুল আউয়াল রুবেলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ।
প্রতিবেদক :আনোয়ারুল হ্ক
আপডেট,বাংলাদেশ সময় ২:৪৫ পিএম,২৮ সেপ্টেম্বর ২০১৭,বৃহস্পতিবার
এজি