Home / উপজেলা সংবাদ / কচুয়া সাচারে দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন সম্পন্ন
কেরাত

কচুয়া সাচারে দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন সম্পন্ন

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে জামিউল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ও সাচার রেনেসাঁ হাসপাতালের সার্বিক সহযোগিতায় চাঁদপুর ও কুমিল্লা ২ জেলার কুরআনের হাফেজদের নিয়ে দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে কোরআনের হাফেজদের দক্ষ করে গড়ে তোলার জন্য দ্বিতীয় বৃহৎ কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ কেরাত সম্মেলনে জামিউল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি হাফেজ মাওলানা আহসান হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালেশিয়া শাখা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া জামিয়া আহমাদিয়া মাদরাসার মোহতামিম আল্লামা আবু হানিফ ও ঢাকার সাইনবোর্ড জামিয়াতু ইব্রাহীম মাদরাসার মুহাদ্দিস মুফতি আনিছুর রহমান কাশেমী, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসেন, অনুষ্ঠানের আয়োজক জিয়া উদ্দিন মজুমদারসহ আরো অনেকে। দিনভর অনুষ্ঠিত এ সম্মেলনে কেরাত পরিবেশন করেন, তানজানিয়ার থেকে আগত শায়খ কারী রজাঈ আইয়ুব, মিশর থেকে আগত শায়খ ক্বারী আবদুল হানিফ আদ্দুরুনকী, আফ্রিকা থেকে আগত শায়খ ক্বারী ঈদী সাবান, পাকিন্তান থেকে আগত শায়খ কারী জিসান হানিফ, বাংলাদেশের ক্বারী মনজুর বি মোস্তফা, শায়খ ক্বারী বেলাল হোসাইন ও পাকিস্তান থেকে শাখ ক্বারী হাম্মাদ আনোয়ার নসিফীসহ আন্তর্জাতিক আরো অনেক ক্বারীগন কেরাত পরিবেশন করেন। পরিশেষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ ডিসেম্বর ২০২৪