মতলব দক্ষিণ

‘ছেলে-মেয়েদের চলাফেরার দিকে অভিভাবকদের নজর রাখতে হবে’

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, ‘যে কোনো অপরাধ দমন করতে হলে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পুলিশের পাশে থেকে যে যার অবস্থান থেকে তথ্যের পাশাপাশি সহযোগিতা করলে অপরাধ দমন করা সম্ভব। পুলিশের ওপর সব দায়ভার না চাপিয়ে পুলিশের কর্মকাণ্ডে সহযোগিতা করতে হবে।’

মতলব দক্ষিণ উপজেলা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে রোববার(৬ নভেম্বর) মতলব দক্ষিণ থানা পুলিশের ব্যবস্থাপনায় কমিউনিটি পুলিশিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, আপনাদের ছেলে মেয়েরা কে কখন কোথায় যায় এবং কার সাথে চলাফেরা করে সে দিকে প্রত্যেক অভিভাবকদের নজর দিতে হবে। প্রত্যেকের সন্তানের রীতিমতো খোঁজখবর রাখলে কোনো সন্তানই অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারবো না।

মাদকের বিষয়ে হুঁশিয়ারী দিয়ে বলেন, ‘মাদক বিক্রেতা যতবড়ই ক্ষমতাধর বা প্রভাবশালী হোউক না কেন তাদের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে যদি কোন পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া যায়, তাকে সরাসরি চাকরি ছেড়ে নিজ বাড়িতে চলে যেতে হবে।’

কমিউনিটি পুলিশিং বিষয়ে তিনি বলেন, ‘এমন ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করতে হবে, যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারবে। পুলিশের দায়িত্ব পালনে বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে ও সার্বিকভাবে সহযোগিতা করতে পারবে। কমিউনিটি পুলিশের ভুমিকা নিয়ে যেন কোন অভিযোগ না আসে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও মতলব পৌরসভার সাবেক কমিশনার আছমা আক্তার আঁিখর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, চাঁদপুরের সহকারী পুলিশ সুপার আশ্রাফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহম্মেদ, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী দাস তারা, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি জি এম শাহাবুদ্দিন আহম্মেদ, মতলব দক্ষিণ উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক জি এম হাবীব খান, নারায়ণপুর উত্তর ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সির ইকবাল হোসেন পাটোয়ারী, পৌর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক গনেশ ভৌমিক মতলব দক্ষিণ থানা জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আব্দুস ছালাম ওয়াজেদ।

সমাবেশের পূর্বে পুলিশ সুপারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, জন প্রতিনিধি, কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

।। আপডটে, বাংলাদশে সময় ৮ : ৪৩ পিএম, ৬ নভেম্বর ২০১৬, রোববার
এইউ

About The Author

প্রতিবেদক- মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
Share