ট্রাকসহ সেতু ভেঙে পড়ার পর চাঁদপুর -শরীয়তপুর সড়ক যোগাযোগ বন্ধ। শরীয়তপুর-চাদপুর সড়কে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বালারবাজার বেইলি ব্রিজটি ২৮ অক্টোবর রাতে ভেঙে পড়ে।
এরপর থেকে চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। ফলে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে খুলনা, বরিশাল ও বৃহত্তর ফরিদপুরের ১৭টি জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ শহিদুল ইসলাম শাহরিয়ার জানান, ‘শুক্রবার রাত ১০টার দিকে লোহার রডবাহী একটি ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সেতুর দু’ পাড়ে শত শত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন আটকে পড়ে ।’
তিনি আরো জানান, ‘ব্রিজ ভেঙে পড়ার পর গভীর রাত পর্যন্ত আমরা ঘটনাস্থলে ছিলাম। ব্রিজটি দ্রূত সময়ের মধ্যে সচল করার জন্য গোপালগঞ্জ সড়ক বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলের সহায়তা নেয়া হচ্ছে।”
শনিবার (২৯ অক্টোবর) সরেজমিনে দেখা গেছে, প্রায় তিন শ’ ফুট দৈর্ঘ্যের এ সেতুটি মাঝখানে ধসে নদীতে পড়ে গেছে। ট্রাকটি সেতুতে আটকে আছে।
সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম ও সিলেটের যানবাহনগুলোকে ঢাকার ওপর দিয়ে পাটুরিয়া-দৌলদিয়া এবং কাওড়াকান্দি-শিমুলিয়া ফেরি ব্যবহার করে যাতায়াত করতে হবে।
দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক মো. মামুন বলেন, শুক্রবার দুপুরে চট্টগ্রাম থেকে রড বোঝাই ট্রাকটি নিয়ে পিরোজপুরের মঠমাড়িয়া যাচ্ছিলেন। চাঁদপুর থেকে ফেরি পার হয়ে রাত ১০টার পর বালারবাজার সেতুতে ওঠার পর মাঝামাঝি গেলে বিকট শব্দ করে তা ধসে পড়ে। (বিডিনিউজ)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৬:২০ পিএম, ৩০ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ