আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপনে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে বৃহস্পতিবার(১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় হাসপাতালের ৩য় তলায় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. এম জি ফারুক ভূঁইয়া।
আবাসিক সার্জন ও জেলা বিএম এর সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ বেলায়েত হোসেন, সিনিয়র কনসালটেন্ট ডা. সালেহ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি ডা. মো. জাহাঙ্গির কবির, জুনিয়র কনসালটেন্ট ডা. মুনতাকিম হায়দার রুমি, মেডিকেল অফিসার ডা. কাজী ফাতেমা রাফাত, উম্মুল ইসলাম মাহফুজ সুলতানা, সহকারী রেজিস্টার (শিশু) ডা. মো. মাহবুব আলী খান, ডা. রকিউর রহমান, চাঁদপুর নাসিং ইনস্টিটিউটের নাসিং সুপার ভাইজার কল্পনা দাসসহ হাসপাতালের অন্যান্যরা।
।। আপডটে, বাংলাদশে সময় ১১:০২ পিএম, ১৩ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur