Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / আন্তঃনওগাঁও শহীদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল সম্পন্ন
শহীদ

আন্তঃনওগাঁও শহীদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল সম্পন্ন

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন বলেছেন, ‘মাদক যেন শিক্ষার্থীদের স্পর্শ করতে না পারে সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের শতর্ক থাকতে হবে। বর্তমান সময়ে মাদকের কবলে পড়ে শিক্ষার্থী ও যুবসমাজ ধ্বংস হচ্ছে। শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকলে তাদের লক্ষে পৌঁছাতে পারবে।’

তিনি বলেন, এজন্য অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের পাশে থাকতে হবে। শিক্ষার্থীরা কোনোভাবেই যেন সন্ধ্যার পরে অহেতুক ঘরের বাহিরে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

১১ জানুয়ারি শনিবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃনওগাঁও শহীদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

‘মাদককে না বলি,স্মার্ট বাংলাদেশ গড়ি’ এ শ্লোগানে নওগাঁও গ্রামের ১৬ টি দলের অংশ গ্রহণে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।

নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক (ক্রীড়া) শাহ আলমের সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো তারিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও সাবেক সভাপতি মোঃ মোমিনুল হক রতন পাঠান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ মামুন মিয়া। পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সদস্য আশরাফুল জাহান শাওলিন প্রমুখ। ছবির ক্যাপসনঃ আন্তঃনওগাঁও শহীদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ান পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে শিক্ষার্থীদের মাঝে দুইশত জ্যামিতি বক্স প্রদান করা হয়।

এ টুর্ণামেন্টে নওগাঁও উচ্চ বিদ্যালয়ের অয়ন ও আরাবী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রাব্বানী দল রানার্স অ্যাপ হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১১ ফেব্রুয়ারি ২০২৩