Home / চাঁদপুর / চাঁদপুরে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য আটক
চাঁদপুরে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য আটক

চাঁদপুরে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য আটক

‎Monday, ‎May ‎18, ‎2015  08:34:53 PM

শরীফুল ইসলাম, চাঁদপুর :

চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ইয়াবা ব্যবসায়ী হুমায়ুন (২৯) কে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার বিকেলে শহরের জিটি রোড এলাকার মাদক ব্যাবসায়ী মিলন চাপরাশির বাসার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম এনায়েত উদ্দিন (পিপিএম)-এর নির্দেশে এএসআই আহসানুজ্জামান লাবু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে।

আটককৃত হুমায়ুনের বিরুদ্ধে চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়াসহ বিভিন্ন উপজেলায় বেশ ক’টি ডাকাতি মামলা রয়েছে।

পুলিশ আরো জানায়, চাঁদপুর জেলা শহরে বেশ ক’টি ডাকাতির ঘটনা হুমায়ুনের নেতৃত্বে সংঘটিত হয়েছে। এছাড়াও হুমায়ুনের বিরুদ্ধে মোটর সাইকেল চুরি ও মাদকের বেশ ক’টি মামলা রয়েছে।

রোববার সন্ধ্যায় শহরের ছৈয়াল বাড়ি রোড এলাকার নূরজাহান ভবনের ২য় তলায় ৮ সদস্যের ডাকাত দল ঘরে থাকা ৫ জনকে গলায় ছুরি ঠেকিয়ে হাত,পা, মুখ পেঁচিয়ে ঘরের থাকা ১’লাখ ৪০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ রাতভর অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে হুমায়নকে আটক করতে সক্ষম হয়।

ডাকাতির ঘটনায় নতুন করে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এএস/এমআরআর/২০১৫।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

 

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।