Home / চাঁদপুর / আন্ডার গ্রাউন্ড ব্যাংক হান্টারস দলের জার্সি উন্মোচন
আন্ডার গ্রাউন্ড ব্যাংক হান্টারস দলের জার্সি উন্মোচন

আন্ডার গ্রাউন্ড ব্যাংক হান্টারস দলের জার্সি উন্মোচন

চাঁদপুর স্টেডিয়ামে মরহুম এডভোকেট সিরাজুল ইসলাম স্মরণে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী আন্ডার গ্রাউন্ড ব্যাংক হান্টারস্ দলের জার্সি শুক্রবার (১৪ অক্টোবর) রাতে উম্মাচন করা হয়েছে।

প্রধাস অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান জার্সি উম্মোচন করেন।

এ সময় চাঁদপুর সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর হোসেন বেপারীসহ ক্লাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৫ পিএম, ১৩ অক্টোবর ২০১৬, শুক্রবার
ডিএইচ
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/02/anik-pic.jpg” ] প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক[/author]

Leave a Reply