শিল্প-সাহিত্য

আনোয়ারুল হক ও আহসান হাবিবকে শুভেচ্ছা উপহার

‎Tuesday, ‎May ‎05, ‎2015   12:41:42 PM

স্টাফ করেসপন্ডেন্ট :

০৫ মে মঙ্গলবার চাঁদপুর টাইমস-এর স্টাফ রিপোর্টার আনোয়ারুল হক ও আহসান হাবিব চাঁদপুর টাইমস কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে তাঁদেরকে চাঁদপুর টাইমস সম্পাদক মিজানুর রহমান রানা শুভেচ্ছা উপহার স্বরূপ চট্টগ্রামের বিশিষ্ট লেখক জান্নাতুল ফেরদাউসের ‘লোভ’ ও ‘হ্যাালো তোমাকেই বলছি’ বইগুলো শুভেচ্ছা উপহারস্বরূপ তুলে দেন।

এ সময় চাঁদপুর টাইমসের নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।

ছবি : আরিফুল ইসলাম।

চাঁদপুর টাইমস : এমআরআর/ডিএইচ/২০১৫

 

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে ক্লিক করে লাইক দিন :

https://www.facebook.com/chandpurtimesonline/likes

Share