রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১০ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১০ নভেম্বর মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তাদের প্রেত্যেকের ১০ দিনের রিমান্ড চাইলে বিচারক শহিদুল ইসলাম সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদ জানান, পুলিশের ৩১তম বিসিএস কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমের মৃত্যুর ঘটনা একটি সুস্পষ্ট হত্যাকাণ্ড।
ডিসি হারুন অর রশীদ বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে ৮-৯ জন লোক মিলে ওই পুলিশ কর্মকর্তাকে এলোপাতাড়ি মারধর করছেন। কেউ মাথায়, কেউ বুকে আঘাত করেছেন। কাউকে আবার এএসপি আনিসুল করিমের হাত বাঁধতে দেখা গেছে। তারা সবাই হাসপাতালের ওয়ার্ডবয়, ক্লিনার, এখানে কেউ চিকিৎসক ছিলেন না। তাই আমাদের কাছে মনে হয়েছে এটি স্পষ্ট হত্যাকাণ্ড।
আরও পড়ুন- সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুলকে যেভাবে হত্যা করা হয়- ভিডিও
সোমবার দুপুর পৌনে ১২টায় মানসিক সমস্যার কারণে মাইন্ড এইড হাসপাতালে আসেন এএসপি আনিসুল করিম। অসুস্থতা নিয়ে হাসপাতালটিতে ভর্তির কিছুক্ষণ পরই মারা যান তিনি। হাসপাতালের অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট রুমে তাকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে।
ঢাকা ব্যুরো চীফ, ১০ নভেম্বর ২০২০