Home / চাঁদপুর / চাঁদপুরে ২ হাজার ৪শ আনসার সদস্যের মাঝে ত্রাণ বিতরণ শুরু
আনসার সদস্যের মাঝে ত্রাণ বিতরণ

চাঁদপুরে ২ হাজার ৪শ আনসার সদস্যের মাঝে ত্রাণ বিতরণ শুরু

চাঁদপুরের ২ হাজার ৪শ’ দুঃস্থ আনসার ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ৪ মে সোমবার সকালে আনসার ভিডিপি কার্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করেন চাঁদপুর জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মজিবুর রহমান। সামাজিক দূরত্ব বযায়ে রেখে চাঁদপুর জেলার ৮টি উপজেলায় মোট ২ হাজার ৪শ’ আনসার সদস্যদের মাঝে এই ত্রাণ সামাগ্রী বিতরণ করা হবে।

জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহনীর ত্রাণ বিতরণ কর্মসূচীর আওতায় চাঁদপুরের ২৪শ’ দুঃস্থ সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। আমারা আমাদের সদস্যদের মাঝে সামাজিক দূরত্ব বজায়ে রেখে সুশৃঙ্খলভাবে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক সদস্যকে আমরা ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান ও একটি করে মাস্ক বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, করোনা ভাইরাসের এই মহামারি থেকে সংক্রমণরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য আনসার ভিডিপি সদস্যরা কাজ করে যাচ্ছে।

প্রতিবেদক : শরীফুল ইসলাম, ৪ মে ২০২০