আনসার ভিডিপির পরিচালক পদে পদোন্নতি পেলেন কচুয়ার মইনুল ইসলাম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত (বিসিএস ক্যাডার) ১৮ জন কর্মকর্তার পদোন্নতি দেয়া হয়েছে। মঙ্গলবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এবার সহকারী পরিচালক, কমান্ড্যান্ট (ভিটিসি কলাকপা, নবাবগঞ্জ, ঢাকা) থেকে পরিচালক পদে পদোন্নতী পেলেন চাঁদপুরের কচুয়ার কৃতি সন্তান মো. মইনুল ইসলাম মজুমদার। এর আগে তিনি শরীয়তপুরের জেলা কমান্ড্যান্ট পদে সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার ৩০ তম ব্যাচে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে চাঁদুপরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামের মজুমদার বাড়ির কৃতি সন্তান মো. মইনুল ইসলাম আনসার বাহিনীতে যোগদান করেন। তিনি ওই গ্রামের প্রয়াত আব্দুল জলিল মজুমদারের সুযোগ্য সন্তান। যোগদানের পর থেকে কর্তৃপক্ষের আদেশে বিভিন্ন ব্যাটালিয়ন, জেলা, সদর দপ্তর ও র‌্যাব ফোর্সে অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও সততার সাথে পালন করেছেন তিনি। এসব দায়িত্ব পালন কালে তিনি ব্যাপক আভিযানিক, আর্থ সামাজিক উন্নয়ন মূলক ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেছেন।

২০১৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পিস্তল উদ্ধারে সাহসিকতার সাথে ভূমিকা রেখে প্রশংসিত হোন মইনুল ইসলাম। একই বছর তিনি প্রায় দেড় কোটি টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধারে ভূমিকা রাখেন। এসবের পুরস্কার হিসেবে তিনি ২০১৫ সালেই সাহসিকতার জন্য ‘প্রেসিডেন্ট আনসার পদক’ লাভ করেন। বিচক্ষণ কর্মকর্তা মো. মইনুল ইসলাম তার এসব কাজের ধারাবাহিকতা বজায় রাখায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে বাহিনীটির সর্বোচ্চ মর্যাদার পদক ‘বাংলাদেশ আনসার পদক’ লাভ করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ ডিসেম্বর ২০২৪

Share