চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় করোনা ভাইরাসের কারনে বেকার হওয়া আনসার ও ভিডিপি সদস্যদের মধ্য খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ৪ মে উপজেলা আনসার ও ভিডিপির পক্ষ থেকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সোমবার বিকালে ঢাকির গাঁও কওমি মাদ্রাসা মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে খাদ্য সহায়তা বিতরণ করেন আনসার ও ভিডিপি চাঁদপুর জেলা কমান্ড্যান্ট মোঃ ইব্রাহীম খলিল।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাকিব উল মওলা, মতলব প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লি, উপজেলা প্রশিক্ষক নুরুল ইসলাম,প্রশিক্ষিকা ফাতেমা আক্তার,দলনেতা মোঃ কবির হোসেন প্রমুখ।
ওইদিন উপজেলার আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে,লেজাকান্দি সরকারী প্রাথমিক মাঠে,পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয় মাঠে আনসার ভিডিপির দুস্থ সদস্য ও সদস্যাদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।খাদ্য সহায়তার মধ্যে ছিল – চাল,ডাল,তেল,আলু,পেয়াজ,সাবান,মাষ্ক।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক, ৪ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur