আনন্দ টিভির কচুয়া প্রতিনিধি হলেন জিসান আহমেদ নান্নু

দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন হৃদয়ের কথা বলে ‘আনন্দ টিভির’ চাঁদপুরের কচুয়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন দৈনিক যুগান্তরের কচুয়া প্রতিনিধি সাংবাদিক জিসান আহমেদ নান্নু।

শনিবার বিকালে আনন্দ টেলিভিশনের প্রধান কার্যালয় রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ী কার্যালয়ে আনন্দ টিভির এজিএম (এডমিন) মো. সাইফুল ইসলাম ও এজিএম (মার্কেটিং এন্ড সেলস) এস.বি বুলবুল ও নিউজ ইনচার্জ (ন্যাশনাল ডেস্ক) মোস্তফা কামাল তোহা সাংবাদিক জিসান আহমেদ নান্নু’কে কচুয়া প্রতিনিধি হিসেবে আইডিকার্ড,লগু, স্টিকার বুঝিয়ে দেন। যার আইডি কার্ড নং- সি- ২০২১২৮৯ ।

এসময় কচুয়ার কৃতি সন্তান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সমর দাস,কচুয়ার সন্তান দৈনিক জনকন্ঠের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. মফিজুল ইসলাম জনিসহ আনন্দ টিভির অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, সাংবাদিক জিসান আহমেদ নান্নু,২০০৬ সালে জুলাই থেকে কচুয়া থেকে প্রকাশিত ‘পাক্ষিক কচুয়া কন্ঠ’ পত্রিকার মাধ্যমে মহান সাংবাদিকতা পেশা শুরু করে। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় দৈনিক যুগান্তরের কচুয়া উপজেলা প্রতিনিধি, (এর আগে তিনিটানা নয় বছর দৈনিক আমাদের সময় পত্রিকায় কচুয়া প্রতিনিধি হিসেবে কাজ করেন), ইংরেজী দৈনিক ডেইলি ইন্ড্রাষ্ট্রি পত্রিকার কচুয়া উপজেলা প্রতিনিধি, চাঁদপুর থেকে প্রকাশিত ‘দৈনিক চাঁদপুর বার্তার’ স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস এর কচুয়া প্রতিনিধি হিসেবে সুনাম ও সততার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়াও তিনি কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, কচুয়া উপজেলা ফটো জার্নালিষ্ট অ্যাসোশিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার সভাপতি ও সোনার বাংলা সাহিত্য পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি। পাশাপাশি তিনি কচুয়ার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ও পেশাজীবী সংগঠনের ফোন নাম্বার সম্মেলিত তথ্যবহুল সাড়া জাগানো মোবাইল গাইড‘হ্যালো কচুয়া’ সম্পাদক ও প্রকাশক। ইতিপূর্বে তার সম্পাদনায় ফান ম্যাগাজিন ‘মনের কথা’ ধারাবাহিক ৩ টি সংখ্যা প্রকাশিত হয় এবং তার সংবাদ পেশায় ১৫ বছর উপলক্ষে ‘পজেটিব কচুয়া ’নামে একটি বই প্রকাশনার অপেক্ষামান রয়েছে।

এদিকে কচুয়ার শেখড় সন্ধানী সাংবাদিক খ্যাত জিসান আহমেদ নান্নু দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির কচুয়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় মহান আল্লাহ তা’আলার প্রতি শোকরিয়া এবং টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস মহোদয়,আনন্দ টিভির এজিএম (এডমিন) মো. সাইফুল ইসলাম ও এজিএম (মার্কেটিং এন্ড সেলস) এস.বি বুলবুল ও কচুয়ার কৃতি সন্তান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সমর দাস এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পাশাপাশি সকলের সহযোগীতায় কচুয়া উপজেলাকে বিশ্বব্যাপী আরো ব্যাপক ভাবে পরিচিত করে তুলতে এবং এ উপজেলার সুনাম সুখ্যাতি দেশব্যাপী ছড়িয়ে দিতে কচুয়ার সহকর্মী সাংবাদিক ও সকল পেশাজীবী মানুষের সহযোগীতা ও দোয়া চেয়েছেন।

অন্যদিকে আনন্দ টেলিভিশন ও পত্রিকায় যে কোন সংবাদ ও বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে ০১৭১৩-৬০৪২৯৬ ও ০১৮১৪-৮২৩৬১৬ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন ।

স্টাফ করেসপন্ডেট

Share