আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের ১২৪ তম নজরুল জন্মজয়ন্তী উদযাপন

আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের আয়োজনে ১২৪তম নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে বৃহস্পতিবার বিকেল কবি নজরুল সড়কস্থ চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনের দ্বিতীয় তলায় এ আয়োজন করা হয়। ‘গান-কবিতা-নৃত্য-কথনে জাতীয় কবিকে স্মরণ’ শীর্ষক এ অনুষ্ঠান চলে রাত ৮টা পর্যন্ত।

২৫ মে বিকেল ৫টায় শিশুশিল্পীদের সম্মেলক গানের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে আনন্দধ্বনীর শিক্ষার্থী ও শিল্পীরা দলগত এবং এককভাবে তাদের আবৃত্তি-নৃত্য-গীত পরিবেশন করে।

আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের সভাপতি মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমেদ মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদব কাজী শাহাদাত, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন চাঁদপুর জেলা শাখার সভাপতি লায়ন মাহমুদ হাসান খান, সংগঠনের সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা, নির্বাহী সদস্য আশিক বিন রহিম, ব্যাংকার মাহাবুবুর রহমান পাটোয়ারী প্রমুখ।

সঙ্গীতানুষ্ঠান পরিচালনায় ছিলেন আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের চয়ন সাহা, মহিমা লোধ, মমতাজ আক্তার, অনিমা পাল। কবিতা আবৃত্তি করেন আবু বকর সিদ্দিক। তবল সহযোগীতা করেন জনি দাস।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৫ মে ২০২৩

Share