জাতীয়

আনতে নয়, অসুস্থ স্বামীকে দেখতে ভারতে হাসিনা

‎দুই মাস পর স্বামীর সন্ধান জেনে তার সঙ্গে দেখা করতে ভারতে রওনা হয়েছেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।

সালাহ উদ্দিন বর্তমানে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে একটি হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে।

হাসিনা আহমেদ রোববার রাতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সোমবার সকালে তিনি আরেকটি বিমানে শিলং যাবেন বলে জানিয়েছেন।

বিকালে ভারতের ভিসা পাওয়ার পর বিমানে ওঠার আগে হাসিনা সাংবাদিকদের বলেন, “আমার স্বামী খুবই অসুস্থ। তার জন্য দোয়া করবেন।”

সাবেক সংসদ সদস্য হাসিনার সঙ্গে তার ভগ্নিপতি মাহবুবুল করীম বুলবুলও গেছেন। শিলংয়ে বিএনপির সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনিও রয়েছেন। তিনি সালাহ উদ্দিনকে দেখেও এসেছেন।

জনি রোববার স্থানীয় সাংবাদিকদের বলেন, “তিনি (সালাহ উদ্দিন) কিছু মনে করতে পারছেন না। লক্ষ্য করেছি তার কিছুটা স্মৃতিভ্রম হয়েছে।”

দুই মাস ‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে গত ১১ মে শিলংয়ে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করলে তার হদিস মেলে।

বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে লুকিয়ে থেকে বিবৃতি পাঠিয়ে আসা সালাহ উদ্দিনকে গত ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে তুলে নেওয়া হয়।

এজন্য হাসিনা আহমেদ ও বিএনপি আইন-শৃঙ্খলা বাহিনীকে দায়ী করলেও সরকারের পক্ষ থেকে বরাবরই তা অস্বীকার করা হয়।

৫৪ বছর বয়সী সালাহ উদ্দিন দাবি করেছেন, অচেনা এক দল লোক তাকে তুলে নিয়েছিল। এরপর থেকে আর কিছুই তিনি মনে করতে পারছেন না।

সিলেট সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের কম দূরত্বের শিলংয়ে কীভাবে এলেন, তাও তিনি বলতে পারেননি।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/‍এএস/ডিএইচ/২০১৫

Share