চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার বলেছেন, আধুনিক প্রযুক্তি ও আকাশ সংস্কৃতির প্রভাবে বিলুপ্তির পথে বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি। গ্রামীণ বিনোদনের অন্যতম মাধ্যম যাত্রাপালা। কালের বিবর্তনে সেই ঐতিহ্য আজ বিলুপ্ত প্রায়। আকাশ সংস্কৃতির আগ্রাসন এবং বাঙালি সংস্কৃতি, কৃষ্টির যথাযথ চর্চার অভাবে হারিয়ে যেতে বসেছে লোক সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে যাত্রা নাটক ‘কাজল রেখা’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
নুরুল আমিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান মিয়াজী, ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ উপজেলা, এসময় গজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, ১৬ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur