চাঁদপুরের ফরিদগঞ্জে পূবালী ব্যাংক ২২০তম পিএলসি উপ-শাখার উদ্বোধন হয়েছে। আড়ম্বরপূর্ণ ওই অনুষ্ঠানে এলাকার শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠানের সংগঠক, স্থানীয় বিভিন্ন ব্যাংকর ও পূবালী ব্যাংকের কুমিল্লা জোনের কর্মকর্তাসগ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ বাজারের প্রফেসর মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম।
ব্যাংকের গৃদকালিন্দিয়া শাখার ব্যবস্থাপক নাঈমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের কুমিল্লা অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম। উদ্বোধন করে বক্তব্যে তিনি বলেন, পূবালী ব্যাংক লিমিটেড অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এর ধারাবাহিকতায় ফরিদগঞ্জবাসিকে ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক ফরিদগঞ্জ শাখা উদ্বোধন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ উপ-শাখা অত্র অঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।
ফরিদগঞ্জ উপশাখার ব্যবস্থাপক মোরশেদ আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক মুহম্মদ শফিউল আজম, বঙ্গবন্ধু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেপাল দেবনাথ, সাবেক পৌর মেয়র উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জিল হোসেন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলী হায়দার পাঠান টাপু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আইনজীবি আমান উল্ল্যা, ব্যবসায়ী ইয়াছিন হোসেন প্রমুখ।
প্রতিবেদক: শিমুল হাছান, ১০ ডিসেম্বর ২০২৪