চাঁদপুর

‘আধুনিক চিন্তাধারায় নিজেদের তৈরি করতে হবে’

চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল

চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেছেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। গতানুগতিক শিক্ষার চেয়ে আধুনিক চিন্তাধারায় নিজেদেরকে তৈরি করতে হবে। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণ সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আশিকাটি জেলা অফিসে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কথাগুলো বলেন।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সিনিয়ন প্রশিক্ষক ফারুক আহমেদ, প্রশিক্ষক সফিকুল ইসলাম, প্রশিক্ষক (কম্পিউটার ) আহসান উদ্দিন সরকার, প্রশিক্ষক হাসানুজ্জাামান, প্রশিক্ষক হালিমুজ্জাামান, ডা. ফয়সাল প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কোর্সে ১৯০ জন প্রশিক্ষার্থী অংশ নেয়। প্রশিক্ষণের মধ্যে রয়েছে কম্পিউটার বেসিক কোর্স, ফ্রিল্যান্সিং আউটসোসিং, ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়ারিং, ইলেকট্রনিক এন্ড মোবাইল সার্ভিসিং, রেফ্রিজারেশন এন্ড এয়ার-কন্ডিশনিং, পোশাক তৈরি, গবাদী পশু, হাস-মুরগী, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ। এ সব বিষয়ে ১৫ দিন, ৩ মাস ও ৬ মাস কোর্সের মেয়াদে প্রশিক্ষণ দেয়া হয়।

|| আপডেট: ০৬:৪৬ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার

এমআরআর

Share