Home / চাঁদপুর / ‘আধুনিক চাঁদপুর বিনির্মাণে ধানের শীষকে বিজয়ী করুন’
আধুনিক

‘আধুনিক চাঁদপুর বিনির্মাণে ধানের শীষকে বিজয়ী করুন’

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন বলেছেন, বাংলাদেশের মানুষের আস্থা ও ভালোবাসার মার্কা হলো ধানের শীষ। এই ধানের শীষ গণতন্ত্র, ন্যায় এবং উন্নয়নের প্রতীক। বিএনপির বিজয় মানে বাংলাদেশের মানুষের বিজয়। তাই সত্যিকার অর্থে একটি উন্নয়নশীল ও আধুনিক চাঁদপুর বিনির্মাণে ধানের শীষ তথা বিএনপিকে বিজয়ী করুন।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের পুরানবাজারস্থ পৌর ১নং ওয়ার্ডে ধানের শীষ মার্কায় নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন আরো বলেন, চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি চাঁদপুর জেলা বিএনপির প্রায় দশকের পরীক্ষিত, পরিচ্ছন্ন এবং কর্মীবান্ধব নেতা। যিনি সন্ত্রাস, মাদক, দুর্নীতিমুক্ত এবং শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও উন্নয়নশীল একটি চাঁদপুর বিনির্মাণের স্বপ্ন দেখছেন। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বিএনপি, ধানের শীষ তথা শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবের জন্য আপনাদের কাছে একটি করে ভোট কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো আনিস বেপারি, সহ-সভাপতি কামাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ আসলাম তালুকদার, বিএনপি নেতা ও সাবেক কমিশনার মোঃ নজরুল ইসলাম নজু বেপারি, বিএনপি নেতা আনোয়ার মাঝি, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম মিজি, সদস্য সচিব জাহাঙ্গীর মুন্সীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
১১ ডিসেম্বর ২০২৫