কচুয়াবাসীকে একটি আধুনিক উপজেলা উপহার দিবো: ড. সেলিম মাহমুদ

চাঁদপুর-১ কচুয়া আসনের নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ সম্পাদক ব্যপক গনসংযোগ করেছেন। ২ জানুয়ারি মঙ্গলবার কচুয়া উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়নে তিনি দিনভর গনসংযোগ করে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। তার এ গনসংযোগ কালে ইউনিয়নের কোমরকাশা মাদ্রাসা প্রাঙ্গন, সিংআড্ডা বাজার, নোয়াগাঁও মোড় ও নাহারা মোড়ে পথসভায় বক্তব্য রাখেন।

এসব পথসভায় তিনি বলেন, ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করা হলে তিনি কচুয়াবাসীকে একটি আধুনিক উপজেলা উপহার দিবো। কেনো প্রকার ভয়ভীতিতে সন্ত্রস্ত্র না হয়ে স্বতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান তিনি। তার পথসভা গুলোতে বিপুল সংখ্যাক লোকজনের স্বতস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা যায়। এ গনসংযোগকালে তার সাথে ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, ইউপি চেয়ারম্যান এম. আখতার হোসেনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ জানুয়ারি ২০২৪

Share