বৃহস্পতিবার দুপুর ২টা থেকে আধা ঘন্টার এক পশলা বৃষ্টিতে চাঁদপুর শহরের একাধিক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চাঁদপুর- কুমিল্লা মহাসড়কের বিভিন্ন অংশে হাঁটু পানি জমে গেছে। এতে করে শহরমুখী মানুষগুলো হঠাৎ দুর্ভোগের শিকার হন। ড্রেনেজ ব্যবস্থা ত্রুটিপূর্ণ হওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
সম্প্রতি চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের চারদিকে পানবন্দি এমন এক প্রতিবেদনের তথ্য সংগ্রহের জন্য চাঁদপুর টাইমস প্রতিবেদক চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন ‘চাঁদপুরে পানি নিয়ে কোনো সমস্যা নেই।’
তবে ইতোপূর্বে চাঁদপুর শহরের জলাবদ্ধতা নিয়ে চাঁদপুর টাইমসসহ স্থানীয় একাধিক গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন ও বিভিন্ন কর্মসূচিতে চাঁদপুর পৌর মেয়রে বক্তব্য সূত্রে জানা যায়, জলাবদ্ধতা দূরীকরণে চাঁদপুর পৌরসভার মাস্টারপ্ল্যান রয়েছে।
চাঁদপুর শহরের জলাবদ্ধতা দূরীকরণে পৌরসভার এমন আশ্বাস চাঁদপুর শহরবাসী অতি দ্রুত বাস্তবায়ন চায়।