সদ্য অনুমোদন প্রাপ্ত দৈনিক আদিবাংলা পত্রিকার অফিস উদ্বোধন করা হয়েছে। ২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ আলীম পাড়া (ডি এন উচ্চ বিদ্যালয় সংলগ্ন) প্রধান অতিথি হিসেবে কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির চাঁদপুর প্রতিনিধি অ্যাডভোকেট সাইফুদ্দিন বাবু।
দৈনিক আদি বাংলা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি অ্যাডভোকেট জাফর ইকবাল মুন্না, প্রকাশক আরিফ রাসেল, , দৈনিক আদি বাংলা পত্রিকার সদস্য ডাক্তার নাজমুন নাহার, মোহাম্মদ ইউসুফ, মোঃ মুরাদ পাটোয়ারী, সুশান্ত কুমার দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউছার, জয়ধ্বনি সংগীত একাডেমির অধ্যক্ষ সুদিপ তন্ময়সহ পত্রিকার অন্যান্য কলাকৌশলী ও শুভাকাঙ্খিবৃন্দ।
দৈনিক আদিবাংলা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি জাফর ইকবাল মুন্না ও প্রকাশক আরিফ রাসেল জানান, খুব শিগগিরই দৈনিক আদি বাংলা পত্রিকাটি নতুন রূপে আত্মপ্রকাশ হতে যাচ্ছে। পত্রিকাটির সুন্দরভাবে নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখতে চাঁদপুরের সকলের সহযোগিতা চেয়েছেন তারা।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur