চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকনকে নির্বাচনে অনিয়মের অভিযোগে চাঁদপুরের নির্বাচনী ট্রাইব্যুনাল আদালত শোকজ আদেশ দিয়েছে।নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে হাবিবা ইসলাম সিফাতের পক্ষে অনিয়মের অভিযোগটি আদালতে আবেদন করেন এডভোকেট সেলিম মিয়া।
গত বছরের ২৮ নভেম্বর মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে বর্তমান চেয়ারম্যান হাবিবা ইসলাম সিফাত নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন।তিনি আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে অনিয়মের অভিযোগে নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকনের বিরুদ্ধে নির্বাচন কমিশন সচিবালয়ে ও আবেদন করেন তিনি।
আদালতে আবেদনে বর্তমান চেয়ারম্যান হাবিবা ইসলাম সিফাত বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনে ব্যাপক অনিয়ম করেছেন আবু বকর সিদ্দিক খোকন এবং বিভিন্ন ভোটকেন্দ্রের ফলাফল সিটে অনেক ঘষামাজার চিহ্ন রয়েছে। এসব বিষয়ে অভিযোগ করে তিনি পূনরায় ভোট গননা এবং উক্ত নির্বাচন বাতিল চান।তার আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১০ কার্যদিবসের মধ্যে নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন কে উক্ত অভিযোগের জবাব দিতে আদালত আদেশ দেন।
উল্লেখ্য, ১১জানুয়ারী চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আবু বকর সিদ্দিক খোকনের শপথ গ্রহণ করার কথা রয়েছে। তাই উক্ত আদালতের শোকজ আদেশটি জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে বলে জানান অভিযোগকারী চেয়ারম্যান হাবিবা ইসলাম সিফাত।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১০ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur