রাজনীতি

আদালতের রায়ে কূটনীতিকদের কি করার আছে?

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে এরই মধ্যে ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছে বিএনপি নেতারা। এ কারণে কূটনীতিকদের কড়া সমালোচনা করে তাদের কাছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখেছেন, তাদের(কূটনীতিকরা) দেশের কোনো মামলা নিয়ে বিরোধীদল এভাবে বিদেশিদের সঙ্গে বৈঠক করে কি না।

তিনি আরো বলেন, ‘আপনারা যারা কাল উপস্থিত হয়েছেন তাদের দেশের কোনো বিরোধীরা কূটনৈতিকদের সাথে আদালতের রায় নিয়ে নালিশ করে?।’

আজ বুধবার রাজধানীতে শ্রমিক-কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচার আন্দোলন সংগঠনটির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশের আদালত যে কোনো অপরাধের মামলার বিচার কাজ পরিচালনা করবে, তার রায় দেবে। এতে বিদেশিদের কী করার আছে? ওরা আন্দোলনে ব্যর্থ হয়ে এখন বিদেশিদের কাছে নালিশ করছে। বিদেশিরা কি আমাদের আদালতকে প্রভাবিত করবে?’।

আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমরা ক্ষমতায়, তাই আমাদের ধৈর্য ধরে ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমরা কোন উস্কানি দেব না, কিন্তু আক্রমণ হলে সমোচিত জবাব দেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘যেহেতু আমাদের দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তার বিষয়টি জড়িত, তাই ৮ ফেব্রুয়ারির দিন কোনো আপস হবে না। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা দেখলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এ ছাড়াও দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরের বছর বিএনপির আন্দোলনে পেট্রল বোমার সমালোচনা করে কাদের বলেন, ‘নির্বাচনের বছর মানেই বিএনপি-জামাতের পাষণ্ড দোসররা আবার সক্রিয় হয়ে ওঠবে। ওই নির্বাচন বয়কট করে তারা বোমা ও অগ্নি সন্ত্রাসে মেতে উঠিছিল। এ বছর আরেকটা নির্বাচন আসছে। তারা আবারো সক্রিয় হচ্ছে।’

তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না। যদি তা করেন তাহলে তার সময়োচিত জবাব পেয়ে যাবেন।’

Share