Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল
আদালতের নিষেধাজ্ঞা, আদালতের নিষেধাজ্ঞা

শাহরাস্তিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল

শাহরাস্তিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের জায়গা দখল করে আবার আদালতে গিয়ে ওই জায়গায় পুনরায় নিষেধাজ্ঞা চেয়েছেন প্রতিপক্ষ আবুল কালাম গং।

উপজেলার মেহের উত্তর ইউনিয়নের নায়নগর গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ওই গ্রামের মৃতঃ আক্রাম উদ্দিনের পুত্র অলি মিয়া গংয়ের সাথে একই গ্রামের মৃতঃ আঃ মান্নানের পুত্র আবুল কালাম গংয়ের দীর্ঘদিন ধরে ৩৬৪নং নায়নগর মৌজার সিএস সাবেক ৭০ হালে ১৫৮, খারিজ খতিয়ান নং-২৩৭ সম্পত্তি ভিটি মোট .১২ (বার শতাংশ), যাহার উত্তরে নিজ পুকুর, দক্ষিণে সরকারি রাস্তা, পূর্বে প্রতিপক্ষ আবুল কালাম, পশ্চিমে অলি মিয়া নিজ।

একই মৌজার সিএস ৪নং খতিয়ানভ‚ক্ত সাবেক ৭৩ হালে ৭৭ দাগে .১৮ (আঠার শতাংশ) নাল ভ‚মি, যাহার উত্তরে দুলু পাটোয়ারী, দক্ষিণে আবুল কালাম গং, পূর্বে মাইন উদ্দিন, পশ্চিমে আবুল কালাম গং এবং একই মৌজার সিএস সাবেক ৮৫ হালে ১৬৩, খারিজ খতিয়ান নং-২৩৭, নাল .০২ (দুই শতাংশ) ভূমি, যাহার উত্তরে আবুল কালাম গং, দক্ষিণে অলি মিয়া নিজ, পূর্বে অলি মিয়ার নিজ পুকুর, পশ্চিমে আবুল কালাম গং। একুনে ৩টি তপছিলে সর্বমোট .৩২ (বত্রিশ শতাংশ) ভূমি নিয়ে বিরোধ চলে আসছে।

অলি মিয়া নালিশী ভূমির আইনি সমাধানের লক্ষে আদালতে ১৮৪/২০১৩নং মিস মামলা দায়ের করেন। আদালতে যার রায় অলি মিয়ার পক্ষে আসে। এ মামলার পূর্বে সিভিল মিউটিশন মামলা (নং-২০/২০১১) দায়ের করা হয়। ওই মামলার রায়ও অলি মিয়ার পক্ষে রয়েছে।

বিজ্ঞ আদালত অলি মিয়ার পক্ষে একাধিক রায় দিলে আবুল কালাম গং কিছুদিন নিরব থাকেন। চলতি বছরের নভেম্বর মাসে পুনরায় ওই ভূমি দখলের চেষ্টা করলে অলি মিয়া বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, চাঁদপুরে ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারা মোতাবেক আইনী প্রতিকার প্রার্থনা ও নালিশী ভূমিতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত শান্তি শৃংখলার স্বার্থে অস্থায়ী নিষেধাজ্ঞা বলবত করতে শাহরাস্তি থানাকে নির্দেশ দেন।

গত ১৩ নভেম্বর রাতের আঁধারে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে আবুল কালাম গং নালিশী ভূমিতে গাছ গাছালি কেটে ঘর নির্মান ও দখল করে। নালিশী ভূমিতে পূর্বের নিষেধাজ্ঞা ও আদালতের রায়ের কথা গোপন রেখে নিজে পুনরায় নিষেধাজ্ঞার আবেদন করে।

এ বিষয়ে অলি মিয়া জানান, দীর্ঘ ২০ বছর যাবত আমি ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিপাকে রয়েছি। প্রতিপক্ষগণ এতোই দূর্দান্ত ও পরধন লোভি আমাদের ক্রয়কৃত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় প্রতিনিয়ত পরিকল্পনা অব্যাহত রয়েছে। আদালতে একাধিক রায় আমাদের পক্ষে থাকার পরও তারা সম্পত্তি আত্মসাতের চেষ্টা বন্ধ করেনি। তারা দেশের প্রচলিত আইন কানুনের কোন তোয়াক্কা করে না। আদালতের নিষেধাজ্ঞা দেয়ার পর রাতের আঁধারে ঘর উত্তোলন করেও তারা ক্ষ্যান্ত হননি।

দিনের পর দিন ওই স্থানের গাছ গাছালি এমনকি মাটিও কেটে নিয়ে যাচ্ছে তারা। আমরা অসহায় ও নিরীহ মানুষ হওয়ায় তাদের সাথে দাঙ্গা, হাঙ্গামায় লিপ্ত হতে পারি না। নিষেধাজ্ঞা অমান্য করে ওই সম্পত্তি দখল, গাছ গাছালি ও মাটি কাটায় বাঁধা দেয়ায় তারা আমার পরিবারের সদস্যদের মারধর সহ জীবনে শেষ করে দেয়ার হুমকি প্রদর্শন করে।

আমরা বর্তমানে তাদের অত্যাচারে অসহায় জীবন যাপন করছি। প্রতিপক্ষ আবুল কালাম গংয়ের এহেন অত্যাচার ও সম্পত্তি আত্মসাতের হাত থেকে রক্ষার্থে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আইনি সহযোগিতা কামনা করছি।

প্রতিবেদক.মো.জামাল হোসেন,১৩ ডিসেম্বর ২০২০