ফরিদগঞ্জে আদশা আল-হাসানাহ একাডেমির অভিভাবক সমাবেশ বৃহস্পতিবার (২৮ জুলাই) একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম রাজুর পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য ও আদশা আল-হাসানাহ একাডেমীর পরিচালক আহছান হাবিব।
প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের কিছু অংশ ক্লাসে মনযোগ কম, এরা ক্লাসে অনিয়মিত। বাড়িতে কমপড়ে, প্রবাসী পিতাদের সন্তানদের কিছু অংশ মা’দের কথা শুনে কম, মোবাইল নিয়ে বেশি সময় কাটায়। ফলে তাদের ফলাফল খারাপ করে। আদশা আল – হাসানাহ একাডেমী সে সব শিক্ষার্থীদের চিহ্নিত করেছে। আজকের অভিভাবক সমাবেশ তাদের নিয়ে।’
এ থেকে পরিত্রাণ পেতে তিনি বলেন, ‘শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক মিলে প্রতিজ্ঞা করতে হবে আমরা নিয়মিত ক্লাস ও বাসায় ৬-৭ ঘন্টা অধ্যয়ন নিশ্চিত করবো, মোবাইল টিভি নিয়ন্ত্রনে রাখব।নিয়মিত পাঠদানে অংশ গ্রহণ, বাসায় পড়ার সুন্দর পরিবেশ ও শিক্ষা উপকরণ সরবরাহ এবং নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে সুনগারিক হিসেবে গড়ে তোলা সম্ভব। তাহলে কাংখিত সফলতা লাভ করতে পারবে ‘
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক দিলিপ চন্দ্র দাস, মর্নিং শিফট ইনচার্জ আকলিমা আক্তার, উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আনিছুর রহমান, আবুল হাসেম, খাদিজা আক্তার, জান্নাতুল মাওয়া প্রমুখ।
করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৬:৩২ পিএম, ২৮ জুলাই ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ