চাঁদপুর শহরের আদর্শ মুসলিম পাড়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার তিনতলার সম্প্রসারণ কাজ শুক্রবার (১১ আগস্ট) সকাল ৯ টায় উদ্বোধন করা হয়।
তৃতীয় তলায় ছাদের ঢালাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে এই সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী।
এ সময় প্রতিষ্ঠানের সভাপতি নুরুল আমিন খান আকাশ, আদর্শ মুসলিম পাড়া জামে মসজিদের সভাপতি অধ্যাপক শোয়েব আহমেদসহ মাদ্রাসা ও মসজিদ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের নিয়ে দোয়ার আয়োজন করা হয়। এর আগে মাদ্রাসা প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন দিয়ে সোনার বাংলা গড়ে তুলেছেন। তাঁর আদর্শ অনুসরণ করলে এদেশের প্রতিটি মানুষ সোনার মানুষে পরিণত হবে। আমরা সেই আদর্শ অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মসজিদ মাদ্রাসাসহ সকলস্তরে ব্যাপক উন্নয়ন কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধু আলেম ওলামাদের সম্মান দিয়েছেন । আমরাও সম্মান করি। তবে কোথাও ইসলামের নামে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ক্ষমা করা হবে না।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১০: ০০ পিএম, ১১ আগস্ট ২০১৭, শুক্রবার
ডিএইচ