Home / উপজেলা সংবাদ / আদর্শ ওপেন স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও পিএস প্রস্তুতিমূলক ডে-ক্যাম্প
আদর্শ

আদর্শ ওপেন স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও পিএস প্রস্তুতিমূলক ডে-ক্যাম্প

চাঁদপুরের কচুয়া আদর্শ ওপেন স্কাউট গ্রুপে ১ম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও পিএস প্রস্তুতি মূলক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী ও পি.এস প্রস্তুতি মূলক ডে-ক্যাম্পের উদ্বোধন করেন, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রের প্রকল্প পরিচালক ও কচুয়া আদর্শ ওপেন স্কাউট গ্রুপের সভাপতি মো. ফারুক আহাম্মদ (এল.টি)।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডে-ক্যাম্পে বক্তব্য রাখেন, বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লি. এর ডিরেক্টর রফিকুল ইসলাম রনি, ঢাকা শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের রেন্ট কালেক্টর আবুল কালাম আজাদ, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের লিডার ট্রেইনার ফছিউর রহমান, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা মুক্তরোভার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন লিটন, কচুয়া থানার অফিসার ইনচার্জ এম. আব্দুল হালিম, কচুয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার মাহতাব মন্ডল, শাজুলিয়া দরবার শরীফের পীর শাহ্ মোহাম্মদ রুহুল্লাহ শাজুলী। এসময় উপস্থিত ছিলেন, কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ জাকির উল্লাহ শাজুলী, কচুয়া আদর্শ ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক বিপ্লব কুমার সাহা, কচুয়া মোবাইল বাজার এর স্বত্তাধিকারী মো. মঈন উদ্দিন, রূপসী বাংলা রেস্টুরেন্টের স্বত্তাধীকারী মো. জোবায়ের শাহ, বাংলাদেশ স্কাউটস কচুয়া উপজেলার কোষাধ্যক্ষ ও হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস মিয়া, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের ইউনিট লিডার মো. এমদাদ উল্যাহ (উডব্যাজ) সহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের স্কাউটবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ডে-ক্যাম্পে স্কাউটের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড নিয়ে বিভিন্ন আলোচনা, সেশন ও পরীক্ষা নেয়া হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ অক্টোবর ২০২৪