চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়ালি উল্যাহ অলি। আপাদমস্তক একজন চৌকস পুলিশ কর্মকর্তা হলেও সংস্কৃতিমনা একজন ব্যক্তিত্ব। ব্যক্তি জীবনে তিনি দু’কন্যা সন্তানের জনক ছিলেন।
গত ৬ জুন এক দুর্ঘটনা তাঁর আদরের বড় কন্যা আনিকা নিহত হন। তাঁর মৃত্যুতে চাঁদপুর পুলিশ বিভাগের অনেক কর্মকর্তাসহ সুধীজনদের মধ্যে অনেকেই শোক প্রকাশ করেন।
আনিকা কুমিল্লা ইস্পাহানি স্কুল এন্ড কলেজে এইচএসসির ২য় বর্ষের ছাত্রী ছিলো ।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্লাহ অলির দুই মেয়ের মধ্যে আনিকা ছিলো বড় মেয়ে । ছোট মেয়ে আতিকা ।
সম্প্রতি তাঁর মেয়ের শোকে একটি গান গেয়েছেন। গানটির কলি ছিলো ‘কোথায় আছো আনিকা তুমি, তোমাকে মাগো আজও আমি খুঁজি’। এতে সুর দিয়েছেন ডিএ রেইন, ভিডিও ক্রেডিট ছিলো মরহুমা আনিকার ছোট বোন আতিকা। চাঁদপুর টাইমস পাঠকদের জন্যে গানটি ইউটিউবের সৌজন্যে আংশিক প্রকাশ করা হলো।
পরবর্তীতে পূর্ণ ভিডিও লিংক শেয়ার করা হবে।
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur