চাঁদপুর ফরিদগঞ্জে পারিবারিক কলহের জের ও প্রেমে ব্যর্থ হয়ে ৩টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।
৩ ফেব্রুয়ারি বুধবার চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব সন্তোষপুর গ্রামের রাঢ়ি বাড়িতে সুইটি আক্তার(২৪) নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাকিব হোসেনের সাথে দক্ষিণ আলোনিয়া গ্রামের আবুল হাসেমের মেয়ে সুইটি আক্তারের গত ছয় বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়।
একই দিনে নিজ হাতে প্রেমিকার উদ্দেশ্যে চিঠি লিখে এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফরিদগঞ্জে শামিম হোসেন সরকার (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।পৌর এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন…ফরিদগঞ্জে প্রেমিকার উদ্দেশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিশোরের আত্মহত্যা
পৌর এলাকার পশ্চিম বড়ালী গ্রামের আবুল বাশার সরকারের ছেলে দিনমজুর শামিম তার প্রেমিকা (নিপা)কে ছদ্ম নাম উদ্দেশ্যে করে শামিম তার (Drubo Tara Drubo Tara) ফেসবুক আইডিতে স্ট্যাটাস লিখেন (আজ তুমি আমার চেরে চলে গেলে আমি ও চলে জাব অনেক দুরে পারলে ক্ষমা করে দিও)।
আরও পড়ুন…ফরিদগঞ্জে পারিবারিক কলহের জেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফরিদগঞ্জে পারিবারিক কলহের জের ধরে এক সন্তানের জননী শারমিন আক্তার (২০) আত্মহনন করেছে।উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের খেজুর তলা এলাকার মুলাম বাড়ীর দেলায়ার হোসেন ছেলে সৌদি প্রবাসী মো. মহীন হোসেনের স্ত্রী শারমিন তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা কাটা কাটি করে ফ্যানের সঙ্গে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে।
প্রতিবেদক:শিমুল হাছান, ৫ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur