চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ রায়হান বেপারী (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে।
১৯ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় থানা পুলিশ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা এলাকার বেপারী বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, আবু তাহের বেপারীর ছেলে রায়হান বেপারী বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে থানা পুলিশের কাছে সংবাদ দেয়।
আত্মহত্যার বিষয়ে সোহাগের ভাই বোরহান বলেন, আমার ভাই দীর্ঘদিন মাদক আসক্ত ছিল, আজ সকালে আমাদের কাছে টাকা চাইলে আমরা টাকা না দিলে সে রাগ করে আত্মহত্যা করে।
এই নিয়ে গত ৫দিনে ফরিদগঞ্জে তিন নারীসহ ৫টি লাশ উদ্ধার করেছে পুলিশ।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।
প্রতিবেদকঃ শিমুল হাছান, ১৯ সেপ্টেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur