চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার এলাকায় ৪ শাহানারা বেগম শানু (৪৫) নামে ৪ সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার মিজি বাড়ির( জুয়ার বাড়ি) এই ঘটনা ঘটে। শাহানারা বেগম ওই বাড়ির প্রাবাস ফেরদ দেলোয়ার হোসেন মিজির স্ত্রী। মঙ্গলবার রাতেই চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় ইউপি সদস্য মনসুর খান ও পরিবারের লোকেরা জানায়, শাহানারা বেগম বিয়ের কয়েক বছর পর থেকে মানসিক সমস্যা দেখা দেয়। চিকিৎসকের পরামর্শ মতে তাকে নিয়মিত ইনঞ্জেকশন না দিলে তার মানসিক সমস্যা বেড়ে যায়। গত কয়েকদিন ধরে সে আরো বেশি মানসিক ভারসাম্যহীন হয়ে পরেন।
মঙ্গলবার সে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
চঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার এস আই রমজান আলী ঘটনাস্থল থেকে শাহানারা বেগম শানুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৮ সেপ্টেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur