চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের রসুলপুর গ্রামের মীর বাড়িতে জান্নাত (২০) নামে এক গৃহবধু নিজের ওড়না ঘরের আড়ার সাথে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
১৩ জুন রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। জান্নাত ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে জানা গেছে।
নিহতের শ্বাশুড়ি শিমুলী বেগম বলেন, আমি ওই সময় পাশের বাড়িতে গিয়েছিলাম। এসে দেখি আমার দোচালা ঘরের দরজা ভেতর দিয়ে লাগানো। কিন্তু আমার ছেলে বউকে দেখতে পারছি না। অনেক্ষন ধাক্কাধাক্কি করার পরও কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকছি। পরে দেখি ওড়না দিয়ে সুজনের বউ আত্মহত্যা করেছে।
পরে আমার দেবব তার লাশ মাটিতে নামিয়েছে। তিনি আরও বলেন, আমার ছেলে সুজন ঢাকায় একটি ফ্যাক্টরিতে চাকুরি করে। তার সাথে বেশ ভাল সম্পর্ক ছিল, কোন ঝগড়া বিবাদ ছিল না। কেন যে সে আত্মাহত্যা করল। জান্নাত ৮ মাসের অন্তসত্তা ছিল।
তিনি আরও বলেন, জান্নাত সারাক্ষণ মোবাইলে কথা বলত। মোবাইলের মাধ্যমে কারো সাথে ঝগড়া হয়েছে কি না বুঝতে পারছি না।
মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মো. মাসুদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। ধরণা করা হচ্ছে আত্মহত্যা, তবে পোস্ট মর্টেম রিপোর্ট আসলে সত্যিটা জানা যাবে।
নিজস্ব প্রতিবেদক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur