আত্মহত্যা কোনো স্থায়ী সমাধান নয়: ওসি মিজানুর রহমান

কচুয়া উপজেলায় আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিকল্পে প্রচারনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের ব্যতিক্রমী আয়োজনে উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের অভয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইউনুস মুন্সির সভাপতিত্বে ও এসআই মাহাদী হাসানের পরিচালনায় সাধারন মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, আমরা সকলেই জানি আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যার মাধ্যমে কোনো বিষয় স্থায়ী সমাধান নয়। যেকোনো সমস্যা ও জটিল পরিস্থিতি মোকাবেলায় পরিবারসহ নিকটআত্মীয়দের মাধ্যমে আলোচনার মাধ্যমে সমাধান করলে এর প্রবণতা কমে আসবে।

ইউপি সদস্য মো. শরীফুল ইসলাম সরকার, অভয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা আক্তার, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, বিতারা ইউনিয়ন আওয়ামী মৎসজীবিলীগের সভাপতি তাফাজ্জ্বল হোসেন মিলিটারি, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক হুমায়ুন মোল্লা, আওয়ামীলীগ নেতা মুমিন কাজী, শরীফ মোল্লা ও ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রমুখ। এসময় স্থানীয় একাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন এবং ওসির এমন ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয়ভাবে আত্মহত্যার প্রবণতাসহ সামাজিক অপরাধ মূলক কর্মকান্ড কমে আসবে বলে বক্তরা অভিমত ব্যক্ত করে তাকে ধন্যবাদ জানান।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২২ ফেব্রুয়ারি ২০২৪

Share