খেলাধুলা

আত্মহত্যা করতে চেয়েছিলেন সুরেশ রায়না!

টি-টোয়েন্টি ক্রিকেটে এ মুহূর্তে ভারতের অন্যতম ভরসা সুরেশ রায়না। যেকোনো সময় ম্যাচকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এ ব্যাটসম্যানের। তাঁর ব্যাটিং দেখে উল্লসিত হন ভারতের কোটি কোটি দর্শক। অথচ সেই রায়নাই কি না আত্মহত্যা করতে চেয়েছিলেন!

একটু বেখাপ্পা মনে হলেও রায়না নিজেই জানিয়েছেন সেই কথা। ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে অকপটে বলেছেন তাঁর হোস্টেলের দিনগুলোর অজানা গল্প।

রায়না জানান, ১৩ বছর বয়সে কোনো একদিন ট্রেনে চড়ছিলেন তিনি। ওই সময় ঘুমন্ত অবস্থায় তাঁর ঘাড়ে আকস্মিক শক্ত কোনো বস্তুর উপস্থিতি টের পান। ঘুম ভেঙে রায়না দেখতে পান, তাঁর দুই হাত বাঁধা। তাঁর বুকে বসা বয়সে বড় এক বালক। সে তাঁর (রায়না) মুখে পেশাব করছে। এরপর রায়না কোনোমতে সে বালকটিকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রেহাই পান।

ভারতের লক্ষ্ণৌর স্পোর্টস হোস্টেলে আরো অনেক বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল রায়নাকে। ওই সময়টাতে তিনি আত্মহত্যার কথা ভাবতেন।

রায়না বলেন, তিনি ও তাঁর এক সঙ্গীকে হকিস্টিক দিয়ে পেটানো হয়েছিল। এতে কোমায় যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল তাঁর। এসব পরিস্থিতি বিবেচনায় রায়না এক বছর পরই হোস্টেল ছেড়ে ছিলেন। কিন্তু তাঁর ভাইয়ের অনুপ্রেরণায় দুই মাস পরই আবার হোস্টেলে যান।

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৯:০২ অপরাহ্ন, ১০ মার্চ ২০১৬, বৃহস্পতিবার

এমআরআর

Share