আন্তর্জাতিক

আত্মহত্যারত ব্যক্তিকে রক্ষা করলেন তুর্কি প্রধানমন্ত্রী!

আত্মহত্যার সময় এক ব্যক্তিকে প্রাণে বাঁচালেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম।ব্রিজের রেলিংয়ের ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন ওই লোক।

জানা গেছে, বিনালি ইলদ্রিম ইস্তাম্বুলের ‘১৫ শহীদ’ ব্রিজের ওপর দিয়ে গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন। সে সময় ওই লোককে ব্রিজের রেলিংয়ের ওপর দেখতে পান তিনি। এরপর তিনি গাড়িবহর থামিয়ে দ্রুত তার দিকে এগিয়ে যান। ইলদ্রিম লোকটিকে ডাকলে নেমে আসেন তিনি।৭ জুলাই(রোববার) এ ঘটনা ঘটে।

লোকটি নিচে নেমে এলে ইলদ্রিম তাকে বুকে জড়িয়ে ধরেন।লোকটিও ইলদ্রিমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। পরে তাকে ইলদ্রিমের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। আত্মহত্যার চেষ্টার কারণ জানতে চাইলে লোকটি জানান, ভাইয়ের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যার চেষ্টা করছিলেন তিনি। ইলদ্রিম তাকে বলেন, আমরা মুসলমান। এ ধরনের কিছু ঘটলে সে বিষয়ে আল্লাহর কাছে বলা দরকার।

নিউজ ডেস্ক
আপডেট সময় ২:৪০ ০৯জুলাই ২০১৮ সোমবার
কে.এইচ

Share