ফরিদগঞ্জ

আতাউর রহমান সোহাগ প্রেসক্লাব ফরিদগঞ্জের সাধারণ সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ প্রেস ইন্সিটিউট (পিআইব)-তে সাংবাদিকতায় স্নাতকোত্তর(পিজিডি) কোর্সে অধ্যয়নরত চাঁদপুর টাইমসের স্টাফ করেসপন্ডেন্ড আতাউর রহমান সোহাগকে প্রেসক্লাব ফরিদগঞ্জের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার(২৯ সেপ্টেম্বর) বিকালে প্রেসক্লাব ফরিদগঞ্জের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের স্বার্থে উপস্থিত সকল সদস্য সর্বসম্মতিক্রমে তাকে এই পদে নির্বাচিত করে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতাউর রহমান সোহাগ আনলাইন পত্রিকা চাঁদপুর টাইমস ও মাসিক ফরিদগঞ্জ বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিক আতাউর রহমান সোহাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চাঁদপুর সরকারি কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স পাসসহ চাঁদপুর ‘ল’ কলেজে এল.এল.বি চুড়ান্ত পর্বে অধ্যয়নরত। তিনি তার দায়িত্বপালনকালে সাংবাদিকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, গত ১ জুলাই প্রেসক্লাব ফরিদগঞ্জের সাধারণ সম্পাদক রহিত-উল ইসলাম প্রিন্সের অকাল মৃত্যুতে সাধারণ সম্পাদকের পদটি শুণ্য হয়।

করেসপন্ডেন্ট
: : আপডেট, বাংলাদেশ ৮: ০৩ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ শনিবার
ডিএইচ

Share