Home / চাঁদপুর / করোনায় চাঁদপুরের সাবেক জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমানের মৃত্যু
আতাউর রহমানের

করোনায় চাঁদপুরের সাবেক জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমানের মৃত্যু

চাঁদপুরের সাবেক জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ এপ্রিল শুক্রবার রাত ২ টার দিকে  তাঁর মৃত্যু হয় বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা কামরুল আলম নিশ্চিত করেছেন।

আতাউর রহামান চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আতাউর রহমানের

চাঁদপুর টাইমসের সাথে সাক্ষাতকারে আতাউর রহমান (ফাইল ছবি)

আতাউর রহমান হাল্কা জ্বর ও সর্দি নিয়ে গত ২৫ মার্চ চট্টগ্রাম থেকে ঢাকায় নিজের বাসায় গিয়েছিলেন। বাসায় থাকা অবস্থায় ২৯ মার্চ নমুনা পরীক্ষা করাতে দিলে ফলাফল পজেটিভ আসে। এসপর তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে পরে তাকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। বৃহস্পতিবার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুই সন্তানের বাবা আতাউর রহমানের বয়স হয়েছিল ৪৫ বছর। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। তার কর্মস্থল চট্টগ্রামে হলেও তার পরিবার ঢাকায় থাকেন।

আতাউর রহমান চাঁদপুর জেলায় দায়িত্ব পালনকালীন সময়ে সকলের সাথে খুবই সু-সম্পর্ক বজায় রেখেছেন। তার পেশাগত দায়িত্ব পালন ও সেবা পেয়ে অনেকেই সন্তুষ্ঠি প্রকাশ করতেন।

স্টাফ করেসপন্ডেন্ট, ২ এপ্রিল ২০২১