মঙ্গলবার, ০৯ জুন ২০১৫ ১১:১৫ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট :
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের রেডিও লিঙ্ক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমআরপি কার্যক্রমের সঙ্গে সংযুক্ত সকল যন্ত্রপাতি পুড়ে যাওয়ায় আটদিন ধরে বন্ধ রয়েছে পাসপোর্ট অফিসের কার্যক্রম।
এ ব্যাপারে জানতে চাইলে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সিনিয়র সহকারী পরিচালক বিপুল কুমার গোস্বামী বলেন, ‘গত ২ জুন মঙ্গলবার দুপুরে হঠাৎ করে বজ্রপাতের ফলে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের রেডিও লিঙ্কের সঙ্গে সংযুক্ত এমআরপি কার্যক্রমের সকল যন্ত্রপাতি পুড়ে ও বিকল হয়ে যায়। এর ফলে পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। উচ্চ পর্যায়ের ৫ সদস্যের ২টি টিম ইতোমধ্যে এসেও রেডিও লিঙ্ক সচল করতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘আরও একটি টিম আসার কথা। তবে এখনো এসে পৌঁছায়নি। গত ২ দিন যাবৎ পাসপোর্ট অফিসের সামনে পাসপোর্টের সকল কার্যক্রম বন্ধ থাকার নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। পাসপোর্টের কার্যক্রম শুরু করতে আরও এক সপ্তাহ লাগতে পারে।’
এ ব্যাপারে এক ভুক্তভোগী পাসপোর্ট গ্রাহক বলেন, ‘গত ৭ তারিখে আমার পাসপোর্ট দেওয়ার কথা ছিল। এখনো হাতে পাইনি।’ এভাবে শত শত গ্রাহক পাসপোর্ট না পেয়ে ফিরে যাচ্ছে।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।