পৌর আ.লীগের সাধারণ সম্পাদকসহ আটক ৩
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ ২ এর অভিযানে মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার সহ তিন জনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ফয়েজ আহমেদ এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে চাঁদপুরের ডিবি পুলিশ অভিযান চালিয়ে মতলব পৌরসভার ভাঙ্গারপাড় এলাকা থেকে নুরুল ইসলাম সরকারকে আটক করে চাঁদপুরে নিয়ে যায়। পরে তাকে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিবির ওসি মজিবুর রহমান।
একই রাতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার নারায়ণপুর পৌর এলাকা থেকে ফারুক পাটোয়ারী এবং সাইফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। ফারুক পাটোয়ারী নারায়ণপুর পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাইফুল ইসলাম ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতা।
মতলব দক্ষিণ থানার অফিসার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন,তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে এবং ওই মামলায় তাদেরকে আটক করা হয়। গতকাল বুধবার তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ আহমেদ বলেন, নুরুল ইসলাম সরকারের বিরুদ্ধে এ থানায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে ডিবি পুলিশের মাধ্যমে গ্রেফতার করা হয়।পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
১৭ ডিসেম্বর ২০২৫