গাঁজাসহ আটক, শাস্তি চায় এলাকাবাসী
চাঁদপুরের কচুয়া উপজেলার কাদিরখিল গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১১) কুমিল্লা বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক ঘটনায় তাদের শাস্তির দাবী জানিয়েছে এলাকাবাসী। তবে যদিও তাদের পরিবার দাবী করছে তারা নির্দোষ দাবী করে ষড়যন্ত্রের শিকার এবং বিষয়টি পরিকল্পিত এবং এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবী করা হয়।
জানা গেছে, গেলো বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১১) ডিএডি আব্দুল কাদেরের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কাদিরখিল পূর্বপাড়া জামে মসজিদের পশ্চিম পাশে একটি ফাঁকা জায়গা থেকে ৫কেজি গাজাঁ সহ কাদিরখিল গ্রামের অলিউল্লার ছেলে নুরুন্নবী প্রধান একই গ্রামের মৃত লেয়াকত দেওয়ানের ছেলে সাদ্দাম দেওয়ান কে আটক করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব-১১ ডিএডি আব্দুল কাদের জানান, বৃহস্পতিবার রাত অনুমান ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল কচুয়া উপজেলার কাদিরখিল গ্রামে অভিযান পরিচালনাকালে ২জন মাদক ব্যবসায়ী ৫ গাঁজা সহ আটক করে জেল হাজতে প্রেরন করা হয়।
এদিকে শনিবার সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, বিগত ১শ বছরেও কাদিরখিল গ্রামে কেই মাদক বেচা কেনার সাথে জড়িত ছিল না। নুরুন্নবী ও সাদ্দাম এ গ্রামের মান সম্মান ক্ষুন্ন করেছে। নুরুন্নবী কুমিল্লা থাকার সুবাদে হয়তোবা লোভে পড়ে তার নিজ বাড়ির পাক ঘরে গাঁজা গুলো রাখতে পারে বলে এলাকাবাসী ধারনা করেন। তাদের উভয়কে সামাজিক ২টি সংগঠন ও স্থানীয়ভাবে বয়কট করা হবে।
স্থানীয় ইউপি সদস্য মো: শাহজালাল জানান, বিষয়টি অবাক হওয়ার মতো। এ গ্রামে আমার জন্মের আগে পড়ে মাদক বেচা বিক্রি দেখি নি। এ ক্ষেত্রে নুরুন্নবী ও শাওন দোষি হলে তাদের শাস্তি চাই। তারা দোষি না হলে আইনের মাধ্যমে ন্যায় বিচার চাই।
নুরুন্নবী প্রধানের বাবা অলিউল্লাহ জানান, আমার ৩ ছেলে। নুরুন্নবী কুমিল্লায় থাকেন। আমার ছেলেকে কখনো বিড়ি কিংবা সিগারেট খেতে দেখিনি। আমার ছেলে ও আমার পরিবার স্থানীয় ভাবে কতিপয় লোকজনের মাধ্যমে ষড়যন্ত্রের শিকার। আমার ছেলের নিঃশর্তে এ মামলা থেকে অব্যাহতি চাই।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৩ ডিসেম্বর ২০২৫